পাকিস্তানের আর্থিক হাল ফেরাবে চীন

৯০ হাজার কোটি টাকার সাহায্যের ঘোষণা

| মঙ্গলবার , ৮ নভেম্বর, ২০২২ at ৯:৫৬ পূর্বাহ্ণ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের গত সপ্তাহের চীন সফরের সময়ই ইঙ্গিত মিলেছিল। গতকাল সোমবার সরাসরি সে কথা জানিয়ে দিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। আর্থিক সঙ্কটে ধ্বস্ত পাকিস্তানের জন্য ৯০০ কোটি ডলার (৯০ হাজার কোটি টাকা) সাহায্যের ঘোষণা করে তিনি জানালেন, পাকিস্তানকে আর্থিক সঙ্কট থেকে মুক্ত করতে চীন সর্বতো ভাবে সাহায্য করবে।

গত বৃহস্পতিবার শাহবাজের চীন সফরের সময়ই চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের কাজ দ্রুত শুরু করে দেওয়ার বিষয়ে যৌথ বিবৃতি প্রকাশিত হয়েছিল। সে সময় পাকিস্তানকে আর্থিক সাহায্যের প্রশ্নে চীনা প্রেসিডেন্টের জবাব ছিল, ‘চিন্তার কারণ নেই। আমরা হতাশ করব না।’ এর পর শনিবার পাক অর্থমন্ত্রী ইশাক দার বলেছিলেন, ‘আর্থিক সঙ্কট থেকে মুক্তি পেতে চীনের থেকে ৯০০ কোটি এবং সৌদি আরবের থেকে ৪০০ কোটি ডলার সাহায্য পাবে পাকিস্তান।’

গতকাল জিনপিংয়ের ঘোষণায় সেই ‘ভবিষ্যদ্বাণী’ মিলে গিয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ন গতকাল প্রেসিডেন্টের বিবৃতি প্রকাশ করে বলেন, ‘পাকিস্তান আমাদের পুরনো বন্ধু। তাদের আর্থিক পরিস্থিতি স্থিতিশীল করতে আমরা সম্ভাব্য সমস্ত চেষ্টা করব।’ পাক রাজনীতিতে সামপ্রতিক অস্থিরতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের উপর গুলি চালানোর ঘটনা নিয়ে কোনও মন্তব্য না করে ঝাও বলেন, ‘আমরা ওর (ইমরান) দ্রুত আরোগ্য কামনা করি।’

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই-রাঙামাটি নতুন সড়কের ৯ স্পটে ভাঙন
পরবর্তী নিবন্ধআরও ত্যাগ স্বীকার করতে হবে নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল