চন্দনাইশে দুই ভাইয়ের চারটি গরু চুরি হয়েছে। গত রোববার গভীর রাতে উপজেলার বরকল ইউনিয়নের ১ নং ওয়ার্ড ভূঁইয়া বাড়ি থেকে গরুগুলো চুরি হয়। ক্ষতিগ্রস্থ দুই ভাই হলো খায়ের আহমদ ও মনির আহমদ।
জানা যায়, একটি সংঘবদ্ধ গরু চোরের দল রোববার রাতে বরকল ভূঁইয়া বাড়িতে হানা দেয়। এ সময় চোরের দল খায়ের আহমদের গোয়াল ঘরের তালা ভেঙে আনুমানিক ৪ লাখ টাকা মূল্যের ২টি গাভী ও মনির আহমদের গোয়াল ঘর থেকে ৩ লাখ টাকা মূল্যের ২টি গাভী চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া ৪টি গাভীই গাভীন অবস্থায় ছিলো বলে জানা গেছে।
বরকল ইউপি চেয়ারম্যান মো. আবদুর রহিম চৌধুরী জানান, গরু চুরির ব্যাপারে তাকে অবহিত করা হয়েছে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, গরু চুরির ব্যাপারে থানায় কেউ অবহিত কিংবা অভিযোগ করেননি। তবে তিনি বিষয়টি তদন্ত করে দেখছেন।












