কর্ণফুলীতে ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর। গতকাল শুক্রবার দুপুরের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিহতের নাম অর্পণ বড়ুয়া (২৫)। তিনি পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের মৃত জাপান বড়ুয়া ও ঝর্ণা বড়ুয়া দম্পতির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত অর্পণ বড়ুয়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তার পরীক্ষা কেন্দ্র ছিল কর্ণফুলী এ জে চৌধুরী কলেজে। পরীক্ষা শেষে তিনি কলেজ থেকে বের হয়ে রাস্তা পার হতে গিয়ে চট্টগ্রামগামী একটি ড্রাম ট্রাকের ধাক্কায় সড়ক থেকে ছিটকে পড়েন। এসময় মাথা ফেটে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি মো. দুলাল মাহমুদ বলেন, দুর্ঘটনার পর খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।











