রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা বড়খোলাপাড়া গ্রামে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে সামাজিক সংগঠন শাপলা সংঘ। বড়খোলাপাড়া বৌদ্ধ বিহারের প্রথম বিহারাধ্যক্ষ স্মরণে দ্বিতীয় বারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করেছে সংগঠনটি। গতকাল বৃহস্পতিবার বিকালে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শিক্ষক অনন্ত মারমা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা খাইরুজ্জামান মেম্বার, নুরুল ইসলাম তালুকদার, মোহাম্মদ আলী সওদাগর, মোহাম্মদ হাছান, মোহাম্মদ সেলিম, রহমত আলী, আরিফুল ইসলাম সারেক, সাসী মং মারমা, মংসানু মারমা, কেওলা মং, উভামং মারমা, নমু সিং, উলামং মারমা প্রমুখ। বড়খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে আদু মং ফুটবল একাদশ ও বিপ্লব ফুটবল একাদশ। খেলায় আদুমং একাদশ ৩-০ গোলে জয় লাভ করে ।