বালক-বালিকা বিভাগে বাঁশখালী এবং ফটিকছড়ির জয়

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৩০ সেপ্টেম্বর, ২০২২ at ৭:২২ পূর্বাহ্ণ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম জেলা পর্যায়ের গতকাল চারটি খেলা অনুষ্ঠিত হয়। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত বালক বিভাগে গতকালের খেলায় জয় পেয়েছে ফটিকছড়ি উপজেলার রাঙ্গাপানি চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বাঁশখালী উপজেলার পুর্ব বাহার ছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। বালিকা বিভাগে জয় পেয়েছে ফটিকছড়ি উপজেলার জুজখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বাঁশখালী উপজেলার খুদুকখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়। বালক বিভাগে দিনের প্রথম ম্যাচে ফটিকছড়ি উপজেলার রাঙ্গাপানি চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে পটিয়া উপজেলার চক্রশালা মাতঙ্গিনী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে সুবল ত্রিপুরা ২টি এবং সমীর কান্তি ত্রিপুরা একটি গোল করে। বিজিত দলের পক্ষে একমাত্র গোলটি করে রিফাত। দিনের দ্বিতীয় ম্যাচে বাঁশখালী উপজেলার পুর্ব বাহার ছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে আনোয়ারা উপজেলার বরুমচড়া ছমদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোল দুটি করে ওমর ফারুখ এবং আসলাম সাজিদ।
এদিকে বালিকা বিভাগে দিনের প্রথম ম্যাচে ফটিকছড়ি উপজেলার জুজখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জয়লাভ করে। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করে নিগা দে। এছাড়া দিনের দ্বিতীয় ম্যাচে বাঁশখালী উপজেলার খুদুকখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ২-০ গোলে জয় লাভ করে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় শাপলা সংঘ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
পরবর্তী নিবন্ধটি-টোয়েন্টি বিশ্বকাপে অনিশ্চিত বুমরাহ