অপসংস্কৃতি থেকে বের হতে হবে

মুহাম্মদ বরকত উল্লাহ খান | শুক্রবার , ৩০ সেপ্টেম্বর, ২০২২ at ৬:১২ পূর্বাহ্ণ

আজকাল দেখা যায় বিভিন্ন ছাত্র সংগঠনগুলো ব্যক্তিস্বার্থে, লেজুর ভিত্তিক দলের পদ পদবী, এলাকার নিয়ন্ত্রণ ইত্যাদি কারণে এমনকি অকারণে বিভিন্নভাবে সংঘর্ষে লিপ্ত হয়। আসলে একটা ছাত্র সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য কি তাই? একজন প্রকৃত ছাত্রের আদর্শ কী? একজন আদর্শ নেতার বৈশিষ্ট্য কী? বড় কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক সংগঠনের নেতা হওয়া মানেই কি এলাকার বড় মাস্তান হিসেবে নিজেকে জাহির করা? বিগত বেশ কিছু দিন ধরে নিউজে দেখতে পাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র তাদের লেজুরের কাঙ্ক্ষিত পদ না পেয়ে ক্যাম্পাসে, গেইটে টায়ার মানে আগুন জ্বালিয়ে অবরোধ করছে, শাটল ট্রেন বন্ধ করছে এমনকি দাঙ্গা হাঙ্গামার মতো কার্যক্রম করতেছে। কথায় কথায় অবরোধ, কথায় কথায় ভাংচুর। অথচ সেখানে জাতীয় স্বার্থ দূরের কথা, কোন গোষ্ঠীর স্বার্থ জড়িত নাই। এদের কি ছাত্র নেতা বলা যায়? শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি করে, সাধারণ ছাত্র/ছাত্রীর ক্ষতি করে, দেশের সম্পদের ক্ষতি করে যে সকল ছাত্র নামধারীরা এসকল কর্মকাণ্ড করে তাদের নেতৃত্বে দেশ কি আশা করতে পারে? অনেকে এদেরকে ছাত্র হিসেবে মানতেও নারাজ। কেউ বলেন এ সকল ছাত্র সংগঠনের চেয়ে টেরি বাজার, হকার মার্কেট, কিংবা রিকশা শ্রমিক ইউনিয়নের মতো সংগঠনগুলোর আদর্শ খারাপ না। তবে যে যাই বলুক আমরা এখনো ভাবি ছাত্ররাই দেশের ভবিষ্যৎ। তারা যতো ন্যায়নীতিবান আদর্শিক হবেন, দেশ ও জাতির তত কল্যাণ বয়ে আনবে। কথায় কথায় অবরোধ, ভাংচুর, মারপিটের এই অপসংস্কৃতি থেকে বের হতে হবে। প্রকৃত জাতীয় ইস্যুতে অবরোধের চেয়েও বেশি কিছু করুক ছাত্রদের পাশে পুরো জাতি এসে দাঁড়াবে। এই প্রত্যাশা।

পূর্ববর্তী নিবন্ধসাফ বিজয়ী নারী ফুটবল দলকে অভিনন্দন
পরবর্তী নিবন্ধজাতির এমন উদযাপনের অনুপ্রেরণায়…