শামসুন নাহার

| রবিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৫৭ পূর্বাহ্ণ

দক্ষিণ মধ্য হালিশহর ৩৮নং ওয়ার্ডের আলী মিয়া সাব রেজিস্ট্রারের বাড়ি নিবাসী মরহুম সিরাজুল হক সওদাগরের পুত্র এম নজরুল হক সিরাজের সহধর্মিনী শামসুন নাহার বেবি গতকাল সকাল ৭টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিলাহে…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। তিনি দুই পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাজা গতকাল বাদে আসর হাজী শেখ আব্দুল আলী মালুম জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। তাকে মালুম বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শামসুন নাহারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হযরত সামসুল ওলামা মৌলভী নাদের আলী শাহ (র.) ওরশ উদযাপন কমিটির প্রধান মোতওয়াল্লী এম মহসীন মুরাদ।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে বঙ্গবন্ধু স্মরণী ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধনুরুল আলম তালুকদার