নীল আকাশে তুলো মেঘের
মেলা বসছে ওই,
রৌদ্র ছায়ার খেলা দেখতে
উর্ধ্বে চেয়ে রই।
দিনটা যেমন ফকফকা হয়
রাতটাও ঝলমলে,
এই দেখে তো বুঝেই গেছি
ভাদ্র এলো চলে।
চাঁদটা যেমন আলো ঢেলে
দেখায় পুকুর তলা,
তালপাকা তাপ ঢালে সুরুজ
শুকায় সবার গলা।
মাঝে মাঝে গুড়ি বৃষ্টি
স্বস্তি দেহ মনে,
দিনের ভাগটা বেশি আছে
কম যে রাতের সনে।