ষোল শহরে স্পিড ব্রেকার চাই

| মঙ্গলবার , ৬ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৫০ পূর্বাহ্ণ

মুরাদপুর ও ২নং গেইটের মাঝখানে ষোল শহরের এই রাস্তাটি একটি অন্যতম ব্যস্ততম রাস্তা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অন্যান্য অনেক মানুষ ষোল শহর রেল স্টেশনে যাওয়া আসার ক্ষেত্রে এই রাস্তাটি পারাপার করতে হয়। এদের মধ্যে অনেকেই প্রতিবন্ধী আছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও অন্যান্য অনেক মানুষের রাস্তা পারাপার করার জন্য কোনো নিরাপদ ব্যবস্থা নেই। চবির শিক্ষকের মৃত্যুর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১নং গেইটে এই ব্যবস্থা গ্রহণ করেছে সম্প্রতি। ষোলশহরেও কি কারো প্রাণ গেলে ব্যবস্থা নিবে? শিক্ষার্থী ও সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা ও চলার সুবিধার কথা বিবেচনা করে ষোলশহর স্টেশনে স্পিড ব্রেকার চাই।

মোহাম্মদ এনামুল হক
শিক্ষার্থী,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধস্যুলি প্রুদোম : সাহিত্যে প্রথম নোবেল বিজয়ী
পরবর্তী নিবন্ধভাদ্র এলো