অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশসহ বিভিন্ন অপরাধে ব্লু-বেরী ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর জানান, পশ্চিম মাদারবাড়ী যুগিচাঁদ মসজিদ লেইনে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ ও মেয়াদবিহীন বেকারি পণ্য সংরক্ষণ এবং বেকারিতে কর্মরত কর্মীদের হেলথ ফিটনেস সার্টিফিকেট না থাকায় ও স্বাস্থ্যবিধি না ব্লু-বেরী ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি মালিকের বিরুদ্ধে মামলা করে জরিমানা আদায় করা হয়।










