চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেকে অভিযান চালিয়ে ভয়ানক মাদক ক্রিস্টাল মেথ আইসসহ মোহাম্মদ এরশাদ (২৭) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় এ অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। যার মূল্য অনুমানিক ১ কোটি টাকা। গ্রেপ্তারকৃত এরশাদ কক্সবাজার জেলার উখিয়া উপজেলার থাইংখালী গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে। সে উখিয়ার একটি মক্তবের শিক্ষক বলে জানিয়েছেন পুলিশ। কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, উপজেলার মইজ্জ্যারটেক মোড়ে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী পরিবহনে অভিযান পরিচালনা করে এরশাদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। যার মূল্য অনুমানিক ১ কোটি টাকা। এছাড়া মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল এবং ১ সিমকার্ড উদ্ধার করা হয়। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আটককৃতকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ৫০ হাজার টাকার বিনিময়ে কঙবাজার থেকে ঢাকায় ভয়ানক মাদক ক্রিস্টাল পাচার করছিল।












