লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটনের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান গতকাল বুধবার নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। চিটাগাং ক্লাবে এই অনুষ্ঠানে প্রথম পর্বে সভাপতিত্ব করেন লায়ন ফজলে করিম লিটন। সঞ্চালনা করেন লায়ন কাঞ্চন মল্লিক। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন লায়ন বিজয় শেখর দাশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ জেলা গভর্নর লায়ন শেখ সামসুদ্দীন আহমেদ সিদ্দীকি, বিশেষ অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল, পিডিজি লায়ন এম এ মালেক, সিএলএফ চেয়ারম্যান লায়ন নাসির উদ্দিন চৌধুরী, প্রাক্তন জেলা গভর্নর সিরাজুল হক আনসারি, লায়ন মোস্তাক হোসেন, লায়ন কামরুন মালেক।
এসময় নতুন সভাপতি লায়ন বিজয় শেখর দাশের কাছে দায়িত্ব হস্তান্তর করেন লায়ন ফজলে করিম লিটন। সভায় অন্যান্যের মধ্যে কেবিনেট সেক্রেটারি লায়ন হাসান মাহমুদ, লায়ন্স জেলার গ্লোবাল একসানটিম এর লিডার লায়ন এস এম আশরাফুল আলম আরজু, লায়ন অ্যাড. নুরুল ইসলাম, লায়ন ইমতিয়াজ ইসলাম, লায়ন গাজী মো. শহিদুল্লাহ, লায়ন আসিফ উদ্দিন, লায়ন জেলার সিনিয়র গভর্নর এডভাইজর লায়ন এস এম আবু তৈয়ব, লায়ন জাহাঙ্গীর মিয়া, লায়ন মাহাবুব খান, লায়ন জাহেদুল ইসলাম চৌধুরী, লায়ন কামাল পাশা, লায়ন মির্জা মো. জাহিদ হোসেন, লায়ন একেএমএ মুকিত, লায়ন হাসান আকবর, লায়ন মোরশেদুল হক চৌধুরী, লায়ন নসরুল্লাহ, লায়ন সৈয়দ নজরুল ইসলাম, লায়ন আকলিমা আকতার, লায়ন মিজানুর লায়ন বাকের, লায়ন মানিক প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় একজন রোগীকে কিডনি ডায়ালাইসিসের জন্য ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।












