লায়ন এম সোহেল খানের নেতৃত্বে দায়িত্বগ্রহণ করেছে লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের নতুন কমিটি। সদ্যপ্রাক্তন ক্লাব সভাপতি লায়ন আবদুর রব শাহীনের সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান জামালখানস্থ চিটাগং সিনিয়র্স ক্লাবে অনুষ্ঠিত হয়। নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ হলেন- সভাপতি লায়ন এম সোহেল খান, আইপিপি লায়ন আবদুর রব শাহীন, ৪ জন সহসভাপতি- লায়ন আবিদা মোস্তফা, লায়ন বাবুল কান্তি লালা, লায়ন রেবেকা নাসরিন, লায়ন শহীদুল ইসলাম টিটু, সেক্রেটারি লায়ন নাজমুল শাকের, জয়েন্ট সেক্রেটারি লায়ন ইসমাইল চৌধুরী, ট্রেজারার লায়ন নূর আকতার জাহান, জয়েন্ট ট্রেজারার লায়ন মোহাম্মদ আইয়ুব, টেমার লায়ন ফিরোজা আহসান, টেইল টুইস্টার লায়ন বাসুদেব সিনহা, ক্লাব এডমিনিস্ট্রেটর লায়ন জি কে লালা, মেম্বারশীপ চেয়ারপার্সন লায়ন মোসলেহউদ্দিন খান, সার্ভিস চেয়ারপার্সন লায়ন ডা. মেসবাহউদ্দিন তুহিন, এলসিআইএফ চেয়ারপার্সন লায়ন রাজিব সিনহা, মার্কেটিং এন্ড কমিউনিকেশন চেয়ারপার্সন লায়ন আবু নাসের রনি, লিও ক্লাবস এডভাইজার লায়ন নিশাত ইমরান। ডিরেক্টরবৃন্দ হলেন- লায়ন ডা. রোজী বিশ্বাস, লায়ন রোকেয়া জামান, লায়ন রাশেদা মঞ্জুর রাশু, লায়ন মহাদেব ঘোষ, লায়ন সৈয়দ মাহফুজুর রহমান, লায়ন বেলায়েত হোসেন, লায়ন অনুপম মজুমদার, লায়ন টিংকু বড়ুয়া, লায়ন মিলন কান্তি চৌধুরী, লায়ন শামসুল হক সরকার, লায়ন চৌধুরী মৃদুল বড়ুয়া, লায়ন বেবি হাসান, লায়ন সায়েম মো. ইয়াসিন, লায়ন লিটন কান্তি দত্ত, লায়ন আয়েশা হক শিমু, লায়ন রওশন রেজা, লায়ন কিশওয়ার জাহান খান, লায়ন পি কে মজুমদার, লায়ন জিল্লুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।