আমি সুখ খুঁজি পাখির গানে – গানে,
আমি সুখ খুঁজি ঐ নদীর কলতানে
সবুজের প্রাণে প্রাণে!
আমি সুখ খুঁজি ঊষার আলো আর বকুলের মৌতানে।
ঐ বুনোলতা যেন বলছে কথা
এসো না জড়িয়ে যায়,
মেখেছি গন্ধ সোঁদা মাটির ;
দেখেছি জলের বুকে মেঘের ছায়া
পেঁজা তুলো মেঘ ভেসে ভেসে যায় দক্ষিণা হাওয়ায়
আহা কি যে মায়া!
ঐ পাহাড় ডাকে, এসো আমার বুকে, করি মিতালী
পাতার বুকে অধর চেপে এসো না সুর তুলি।
পাখির ডাকে কপাট খুলে দেখি ভোরের আলো
কুয়াশা ঢাকা নদী বলে এই তো আছি ভালো।
ভুলে যাও যত বিষণ্নতা,
ভুলে যাও হারানো দিনের কথা,
এসো করি মিতালী পাতার বুকে সুর তুলি;
সবুজের নীড়ে জলাঙ্গীর ভিড়ে !