চবির শাটল ট্রেনে বগির সংখ্যা বাড়ান

| রবিবার , ২১ আগস্ট, ২০২২ at ৪:৫৪ পূর্বাহ্ণ

দেশের অন্যতম স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই বিদ্যালয়টি শহর থেকে ২২ কিলোমিটার দূরে অবস্থিত। জার্মান শিল্পীর ছোঁয়ার রঙিন শাটল ট্রেনটি সর্ববৃহৎ ক্যাম্পাসে শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান বাহন। ইতিহাস ও ঐতিহ্যের সাথে শাটল ট্রেন ওতপ্রোতভাবে জড়িত। শিক্ষার্থীদের একমাত্র ভরসা বর্তমানে ২টি শাটল ট্রেন প্রতিদিন ৯ থেকে ১০ হাজার শিক্ষার্থী যাতায়াত করে।
কিন্তু এই বিশাল সংখ্যক শিক্ষার্খীর যাতায়াতের জন্য ২টি শাটল ট্রেন যথেষ্ট নয়। অধিকাংশ সময়েই শার্টলে প্রচুর ভিড় থাকে। প্রচন্ড ভিড়, অসহ্য গরম, গাদাগাদি, ঠেলাঠেলি সহ্য করেই অনেক শিক্ষার্থী পুরোটা পথ শাটলে দাঁড়িয়ে কাটিয়ে দেয়। জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়তে বাধ্য হচ্ছে। দিন দিন মাত্রাতিরিক্ত চাপ শিক্ষার্থীদের জীবন দুর্বিষহ করে তুলেছে। অন্যদিকে আছে সিট দখলের কালচার। এমতাবস্থায় ডেমু ট্রেন পুনরায় চালু করার সঙ্গে সঙ্গে শাটল ট্রেনের বগির সংখ্যা বৃদ্ধি করে শিক্ষার্থীদের সীমাহীন দুর্ভোগ থেকে বাঁচানোর জন্য চবি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-প্রতিনিধিদের সুনজর দেওয়া উচিত বলে আমরা অভিভাবকবৃন্দ মনে করি।
এম. এ. গফুর
বলুয়ার দীঘির দক্ষিণ-
পশ্চিম পাড়,
কোরবাণীগঞ্জ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধআবদুল্লাহ আল মামুন : মাটি ও মানুষের শিল্পী
পরবর্তী নিবন্ধআরণ্যক