মহররম মাসব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল

সাবেক মেয়র মনজুর আলমের উদ্যোগ

| শুক্রবার , ১৯ আগস্ট, ২০২২ at ৯:০৬ পূর্বাহ্ণ

সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে আরবি নতুন বছর পবিত্র মহররম মাস উপলক্ষে ১লা মহররম থেকে ৩০ মহররম পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব নগরীর বিভিন্ন স্থানে আহলে বায়তের উপর আলোচনা, খতমে কুরআন, মিলাদ, দোয়া ও শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন মাহফিলে দেশ বরেণ্য খ্যাতিমান ওলামা মাশায়েখগণ উক্ত মাহফিলে আলোচনা, দোয়া ও মুনাজাত পরিচালনা করছেন।
মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সাইফুল আলমের সভাপতিত্বে সতেরোতম দিবসে নগরীর মুনছুরাবাদ আব্দুল জলিল জামে মসজিদে বাদ মগরিব কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা সৈয়দ ইউনুছ রজভী, মাওলানা মোহাম্মদ রাশেদ, মাওলানা নুরুল ইসলাম প্রমুখ। আগামী ২৮ মহররম কুমিরা ফয়জুন্নেছা জামে মসজিদ এবং আখেরি মোনাজাত ও সমাপনী মাহফিল অনুষ্ঠিত হবে উত্তর কাট্টলী মোস্তফা হাকিম কলেজ রোড সংলগ্ন মনজুর আলমের নতুন বাড়ি, এইচ এম ভবনে।
এতে দেশ বরেণ্য আলেম-ওলামা মাশায়েখ ও পীরে কামেলগণ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে চারা বিতরণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধমানুষের জন্য কাজ করলেই বঙ্গবন্ধুর আত্মত্যাগ সার্থক হবে