কর্ণফুলীতে চারা বিতরণ কর্মসূচি

| শুক্রবার , ১৯ আগস্ট, ২০২২ at ৯:০৫ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলার শিকলবাহা অহিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি। ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’-স্লোগানকে সামনে রেখে সম্প্রতি অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন আজহারী সাইবার টিম বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এতে শিকলবাহা অহিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীদের ৫০০টি বিভিন্ন ধরনের গাছের চারা এবং শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওসমান গণি রেজবী। জিয়াউল হক ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন তাজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, সৈয়দ মাওলানা হাসান আল-আযাহারী। আলোচক ছিলেন, রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক লায়ন জাহেদুল করিম বাপ্পি সিকদার, কৃষিবীদ কাজী গোলাম মুস্তফা। উপস্থিত ছিলেন, জিয়াউল হক আল মালেকী, নাজিম উদ্দিন, কাজী তারেক, শাহনেওয়াজ মাহমুদ, মনজু সহ আযহার সাইবার টিম বাংলাদেশ এবং রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে
পরবর্তী নিবন্ধমহররম মাসব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল