১৫ই আগস্ট

শামীম ফাতেমা মুন্নী | রবিবার , ১৪ আগস্ট, ২০২২ at ৬:০৩ পূর্বাহ্ণ

আগস্ট এলেই মনে পড়ে খুব তোমার কথা,
শুভ্র সফেদ পাঞ্জাবিতে লাল ছোপ ছোপ দাগ!
লাল রঙ দেখলেই কুঁকড়ে যাই বিষাদে,
কষ্ট ভয়ানক কষ্ট…।

আগস্ট এলেই মনে পড়ে খুব তোমার কথা,
সিঁড়ি গোড়ায় পড়ে থাকা রক্তস্নাত বাংলাদেশ
সিঁড়ি দেখলেই কুঁকড়ে যাই অস্বস্তি বোধে,
কষ্টে ভীষণ কষ্টে…।

পিতা, তোমার কণ্ঠের বজ্র আহবানে গড়েছ
প্রিয় যে দেশ,
তোমারই লাল রক্তগ্রোতের বন্যার ঋণে জর্জরিত
সেই স্বদেশ।
গোটা কয়েক স্বার্থপর লোভী হায়েনার ষড়যন্ত্রের
হিংস্র থাবায় সেই কাল রাত্তিরে পরাজিত
আবারো সদ্য স্বাধীন বাংলাদেশ!
স্তব্ধ পুরো বিশ্ব, কালিমা লিপ্ত এই জাতি।

কিছু ঋণ অপরিশোধিত থেকে যায় জীবনে।

ধানমন্ডির ৩২ নং সড়কের সে বাড়িটির কাছে,
সিঁড়িতে মুখ থুবড়ে পড়া রক্তাক্ত বঙ্গবন্ধুর কাছে,
তাঁর পরিবারের প্রতিজন শহীদ সদস্যের কাছে,
মায়ের কাছে যেতে চাওয়া ভয়ার্ত অবুঝ বায়নায়
নিস্পাপ শিশু রাসেলের কান্নার দুঃস্বপ্নের কাছে
বিবেকের চাবুকে অপরাধী প্রতিজন বাঙালি…।

শোককে শক্তিতে পরিণত করে সভ্যতার নব পথে
এগিয়ে চলা লাল সবুজের দেশ আজন্ম ঋণী
৭৫ এর ১৫ই আগস্টের শহীদানদের কাছে,
যে ঋণ কখনো কিছুতেই শোধ হওয়ার নয়।
কিছু ঋণ অপরিশোধিত থেকে যায় জীবনে।

পূর্ববর্তী নিবন্ধবিষাদ-ছোঁয়া সেই রাতের গল্প
পরবর্তী নিবন্ধহীরক উপাধি তুমিই বঙ্গবন্ধু