ঘাসফুল নির্বাহী কমিটির ১১২তম সভা গতকাল বুধবার চান্দগাঁওস্থ সংস্থার প্রধান কার্যালয়ে চবি সিনেট সদস্য ও ঘাসফুল চেয়ারম্যান ড. মনজুর উল আমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বঙ্গবন্ধুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক প্রস্তাব গৃহীত হয়। পরে প্রতিষ্ঠাতা শামসুন্নাহার রহমান পরাণ ও প্রধান পৃষ্ঠপোষক এম এল রহমানসহ গত পঞ্চাশ বছরে যে সকল সহকর্মী মৃত্যুবরণ করছেন তাদের স্মরণ করা হয়। সভায় অনলাইনে সংযুক্ত ছিলেন, নির্বাহী কমিটির সহ-সভাপতি শিব নারায়ণ কৈরী, সাধারণ সম্পাদক সমিহা সলিম, যুগ্ম সাধারণ সম্পাদক কবিতা বড়ুয়া, প্রফেসর ড. জয়নাব বেগম, পারভীন মাহমুদ এফসিএ, সিইও আফতাবুর রহমান জাফরী, পরিচালক (অপারেশন) মোহাম্মদ ফরিদুর রহমান, উপ-পরিচালক মফিজুর রহমান, মারুফুল করিম চৌধুরী, জয়ন্ত কুমার বসু, সহকারী পরিচালক সাদিয়া রহমান, সহকারী পরিচালক (এসডিপি) কে এম জি রাব্বানী বসুনিয়া, অডিটি ও মনিটরিং বিভাগের প্রধান টুটুল কুমার দাশ ও আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ নাছির উদ্দিন।
সভায় ঘাসফুল প্রতিষ্ঠাতা শামসুন্নাহার রহমান পরাণের মরণোত্তর বেগম রোকেয়া পদক বাবদ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাওয়া ৪ লক্ষ টাকার চেক চেয়ারম্যান ড. মনজুর উল আমিন চৌধুরীর কাছে ঘাসফুল পরাণ রহমান ফান্ডের জন্য হস্তান্তর করেন পারভীন মাহমুদ এফসিএ। প্রেস বিজ্ঞপ্তি।