চট্টগ্রামের নতুন পুলিশ সুপার শফিউল্লাহ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৪ আগস্ট, ২০২২ at ৬:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এসএম শফিউল্লাহ গোপালগঞ্জ জেলার সন্তান।

সর্বশেষ কর্মস্থল গাজীপুরের আগে তিনি খুলনা জেলার পুলিশ সুপার ছিলেন। ২৪তম বিসিএসে উত্তীর্ণ হয়ে পুলিশ সার্ভিসে যোগ দেয়া পুলিশের এই কর্মকর্তা কিছুকাল শিক্ষকতাও করেছেন। এর আগে তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ২০তম বিসিএস (শিক্ষা) ক্যাডারে ২০০১ সালে নিয়োগপ্রাপ্ত হয়ে খুলনা বিএল কলেজে প্রভাষক (অর্থনীতি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০০৫ সালে ২৪তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগ দেন।

এরপর এএসপি হিসেবে প্রথম আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মহালছড়ি, খাগড়াছড়ি, ডিএমপি, সিআইডি, ঢাকা জেলার ক-সার্কেল, নারায়ণগঞ্জ জেলার বি-সার্কেলে দায়িত্ব পালন করেছেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে খুলনা রেঞ্জে প্রায় ৬ বছর ছিলেন তিনি। পরে পুলিশ সুপার হিসেবেও কিছুদিন খুলনায় দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে তিনি পুলিশের সর্বোচ্চ সম্মাননা বিপিএম পদক পান।

পূর্ববর্তী নিবন্ধরাসূল (দ.) প্রেমিকরা কখনো পথভ্রষ্ট হয় না
পরবর্তী নিবন্ধধর্মীয় সহিষ্ণুতা, সম্প্রীতি ও সহাবস্থানই বাংলাদেশের জাতীয় আদর্শ