চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ক্রীড়া বিভাগ আয়োজিত ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শেখ রাসেল স্মরণে অনূর্ধ্ব-১১ চ্যালেঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্ট ১৭ আগস্ট শুরু হবে। আসরে ১৬টি একাডেমি দল অংশ নেবে। দলগুলোর খেলোয়াড় রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আজ বিকাল ৫টা থেকে।
এই কার্যক্রম চলবে ৫ আগস্ট পর্যন্ত প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। ৫ আগস্টের মধ্যেই প্রতিটি দলকে ফরম জমা দেওয়ার জন্য বলা হয়েছে। আজ বিকাল ৫টায় এম এ আজিজ স্টেডিয়ামে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করবেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
এতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী। চ্যালেঞ্জ কাপ ক্রিকেটে অংশ নিতে যাওয়া ১৬টি দলের নামকরণ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদদের নামকরণে করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি