জহুর আহমদ চৌধুরী ইতিহাসের পাতায় চির অক্ষয় হয়ে থাকবেন

স্মরণসভায় বক্তাদের অভিমত

আজাদী প্রতিবেদন | শনিবার , ২ জুলাই, ২০২২ at ১০:৫৬ পূর্বাহ্ণ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, নির্লোভ এবং শ্রমজীবী মানুষের কল্যাণকামী, রাজনীতিক মরহুম জহুর আহমদ চৌধুরী শুধু চট্টগ্রামের গৌরবই নন তিনি উপমহাদেশের শ্রমিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ। বঙ্গবন্ধুর আস্থাভাজন ও ঘনিষ্ঠ সহচর হিসেবে তিনি বাংলাদেশের রাজনৈতিক ও মুক্তিযুদ্ধের ইতিহাসের পাতায় চির অক্ষয় হয়ে থাকবেন। গতকাল শুক্রবার ইন্টারন্যাশনাল কনভেনশন হলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী জহুর আহমদ চৌধুরীর ৪৮তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

স্মরণসভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, জহুর আহমদ চৌধুরীর সন্তান হিসেবে পিতার স্মরণসভায় সভাপতিত্ব করাটা আমার জন্য মহান প্রাপ্তি। পিতার সাধারণ জীবন-যাপন এবং রাজনৈতিক সততা আমি খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছি। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, মরহুম জহুর আহমদ চৌধুরী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা স্তম্ভ।

শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন নঈম উদ্দিন চৌধুরী, বদিউল আলম, শফর আলী, নোমান আল মাহমুদ, শফিক আদনান, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, দিদারুল আলম চৌধুরী, মাহাবুবুল হক মিয়া, জাফর আলম চৌধুরী সাইফুদ্দিন খালেদ বাহার, মোহব্বত আলী খান, ড. নেছার উদ্দিন আহমদ মঞ্জু, মো. জাবেদ, মোরশেদ আকতার চৌধুরী প্রমুখ। এর আগে বিকেল ৩টায় মরহুম জহুর আহমদ চৌধুরীর দামপাড়াস্থ পল্টন রোডের কবর প্রাঙ্গণে খতমে কোরআন ও দোয়া মাহফিল শেষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।

সিটি মেয়র : সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, জহুর আহমদ চৌধরী এদেশের একজন নন্দিত রাজনীতিবিদ। তিনি ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সাক্ষী। গতকাল শুক্রবার সাবেক মন্ত্রী জহুর আহমদ চৌধুরীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদনকলে গিয়ে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর আবদুস সালাম মাসুম, হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন, সলিমুল্লাহ বাচ্চু, মো. নুরুল আমিন, মোজাফফর আহমদ, সফর আলী ও ফিরোজ আহমদ প্রমুখ।

উত্তর জেলা আওয়ামী লীগ : জহুর আহম্মদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এম এ সালামের নেতৃত্বে জহুর আহমদ চৌধুরীর কবর জেয়ারত, ফাতেহা পাঠ, মোনাজাত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় এম এ সালাম বলেন, স্বাধীনতার পর তিনিই সর্বপ্রথম ইস্টার্ন জোনে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন। জহুর আহম্মদ চৌধুরী সৎ, ত্যাগী, আদর্শবান দেশপ্রেমিক রাজনীতিক ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক মো. মঈনুদ্দিন, আফতাব উদ্দিন চৌধুরী, মো. আবুল কালাম আজাদ, জাফর আহমেদ, আলাউদ্দিন সাবেরী, নাজিম উদ্দীন তালুকদার, মো. সেলিম উদ্দিন, ফোরকান উদ্দিন আহমেদ, রাশেদ খান মেনন প্রমুখ।

মহানগর যুবলীগ সাবেক আহ্‌বায়ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর সাবেক মন্ত্রী জহুর আহমদ চৌধুরীর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে মরহুমের কবরে দোয়া ও মোনাজাত শেষে ফুলের পুষ্পমাল্য অর্পণ করেছেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্‌বায়ক ও মহানগর আওয়ামী লীগ নেতা মো. মহিউদ্দিন বাচ্চু। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সদস্য সাইফুল ইসলাম, হেলাল উদ্দিন, অধ্যাপক কাজী মুজিবুর রহমান, নূরুল আনোয়ার, আবদুল আজিম, খোকন চন্দ্র তঁতি, রতন মল্লীক, নাজমুল আহসান সাইফুল, সনত বড়ুয়া, আজিজ উদ্দিন চৌধুরী, আফতাব উদ্দিন রুবেল, যুবলীগ নেতা মো. শওকত উল্লাল সোহেল, আবুল বশর, সফি আলম বাদশা, এড. রবি সৈয়দ, শহীদুল ইসলাল শহীদ, এম এ হান্নান রুবেল, মো. সাজ্জাদ, কায়ছার আহমেদ রাজু প্রমুখ।
মহানগর যুবলীগের সাবেক নেতৃবৃন্দ : জহুর আহম্মদ চৌধুরীর কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন মহানগর যুবলীগের সাবেক নেতৃবৃন্দ। এ সময় তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। উপস্থিত ছিলেন মাহাবুব আলম আজাদ, মোজাম্মেল হোসেন নান্টু, মাহাবুবর রহমান মাহফুজ, মো. ইকবাল, নজরুল ইসলাম, এড. রিমু, ফসিউল আলম সমীর, সাদেকুর রহমান সাদেক, সৈয়দ ওমর ফারুক, ইসমাইল আজাদ, সিজার বড়ুয়া, মো. আসাদ, কামাল উদ্দিন, ফরিদুল আলম ফরিদ, তারেক সোহেল, ইমরান মাহমুদ, ডা. আবদুল মান্নান, রিপন দে, ফাতেমা নাসরিন প্রিমা, ইমরান হোসেন ইমু, সোহেল আহম্মদ, ফোরকান, নাসিমল ভূইয়া সৌরভ, সুব্রত চৌধুরী, আলী নেওয়াজ রাকীব প্রমুখ।

নাসিরাবাদ ওয়ার্ড আ.লীগ : জহুর আহমদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ৪২নং নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে দামপাড়ায় মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। গতকাল আ.লীগ নেতা মো. আলী আকবরের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, ওয়ার্ড আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযুদ্ধা একেএম জাফরুল্লাহ চৌধুরী, হাজী সিদ্দিকী কোম্পানি, মোহাম্মদ সাবু উদ্দিন, মো. হারুন, মোহাম্মদ বেলাল, নটরাজ গুপ্ত, মোহাম্মদ জিয়া, সঞ্জয় গোস্বামী, সাগর দাস, মোহাম্মদ পারভেজ, মো. সিরাজ, মাহাম্মদ জহির, মোহাম্মদ মানিক, মোহাম্মদ কায়সার, মোহাম্মদ রনি।

নগর যুবলীগ সাবেক নেতৃবৃন্দ : জহুর আহমদ চৌধুরীর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে মরহুমের কবরে দোয়া ও মোনাজাত শেষে ফুলের পুষ্পমাল্য অর্পণ করেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সদস্য সাইফুল ইসলাম, হেলাল উদ্দিন, অধ্যাপক কাজী মুজিবুর রহমান, নূরুল আনোয়ার, আবদুল আজিম, খোকন চন্দ্র তঁতি, রতন মল্লীক, নাজমুল আহসান সাইফুল, সনত বড়ুয়া, আজিজ উদ্দিন চৌধুরী, আফতাব উদ্দিন রুবেল, যুবলীগ নেতা মো. শওকত উল্লাল সোহেল, আবুল বশর, সফি আলম বাদশা, এড. রবি সৈয়দ, শহীদুল ইসলাল শহীদ, এম এ হান্নান রুবেল, মো. সাজ্জাদ, কায়ছার আহমেদ রাজু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধছয়দিন পর মারা গেল মাদ্রাসা ছাত্র আহান
পরবর্তী নিবন্ধহালদায় ধসে পড়া স্লুইচ গেট পরিদর্শনে ব্যারিস্টার আনিস