আন্তঃ প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আমিরাবাদ ইউনিয়নের ফাইনাল খেলা গতকাল রবিবার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় মধ্য আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল উত্তর আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলকে ১-০ গোলে পরাজিত করে। খেলা পরিচালনা করেন রেফারি সঞ্জয় চৌধুরী।
উল্লেখ্য, দু’টি খেলার মধ্যে উত্তর আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলের সাথে আমিরাবাদ জয়নাব কবির সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলের খেলা অনিবার্য কারনবশত স্থগিত করা হয়। খেলা শেষে কলেজ মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. ফেরদৌস।
সহকারি শিক্ষক সুমন মজুমদারের সঞ্চালনায় পুরষ্কার অনুষ্ঠানে অতিথি ছিলেন আমিরাবাদ ইউপি সদস্য মো. নেজাম উদ্দিন, মো. জাহাঙ্গীর আলম, উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন, আমিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. জামাল হোসেন, সুখছড়ি রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদুল আলম, জয়নাব কবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মুবিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি শরফুদ্দিন মো. সেলিম, মধ্য আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহির উদ্দিন, ইয়াছমিন আক্তার।
উপস্থিত ছিলেন উত্তর আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এম মিজানুর রহমান, মো. দেলোয়ার হোসেন, মো. আবুল মনছুর, ইলা চৌধুরী, শিবলী চৌধুরী, প্রিয়াংকা দত্ত, অফিস সহায়ক সত্যজিৎ রায় চৌধুরী প্রমুখ।
        











