চান্দগাঁও, ডবলমুরিং ও লোহাগাড়া জয়ী

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৭ জুন, ২০২২ at ১০:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম অঞ্চলের চারটি খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল।

এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগরী পর্যায়ের খেলায় বালক বিভাগে চান্দগাঁও থানা দল এবং বালিকা বিভাগে ডবলমুরিং থানা দল জয় লাভ করে। সকালে দিনের প্রথম ম্যাচে বালক বিভাগে চান্দগাঁও থানা দল ৩-১ গোলে ডবলমুরিং থানা দলকে পরাজিত করে। তবে বালিকা বিভাগে প্রতিশোধ নিয়েছে ডবলমুরিং থানা দল। এই ম্যাচে তারা চান্দগাঁও থানা দলকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে।

এদিকে উপজেলা পর্যায়ের খেলায় লোহাগাড়া জিতেছে বালক এবং বালিকা দু বিভাগেই। বালক বিভাগে লোহাগাড়া উপজেলা দল ২-০ গোলে সাতকানিয়া উপজেলা দলকে পরাজিত করে পরের রাউন্ডে উন্নীত হয়েছে। বালক বিভাগের মত বালিকা বিভাগেও সাতকানিয়া উপজেলা দলকে পরাজিত করে লোহাগাড়া।

এই ম্যাচটিতেও ফলাফল সেই একই ব্যবধানের। বালিকা বিভাগেও লোহাগাড়া উপজেলা দল ২-০ গোলে সাতকানিয়া উপজেলা দলকে পরাজিত করে পরের রাউন্ডে উন্নীত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিডিএফএ কিশোর ফুটবল লিগে খেলোয়াড় বাছাই শুরু
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আমিরাবাদ ইউনিয়নে ফাইনাল খেলা অনুষ্ঠিত