ইস্পাহানি মহানগরী পাইওনিয়র ফুটবল লিগে গতকাল সোমবার দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। দামপাড়া পুলিশ লাইনস মাঠে দিনের প্রথম খেলায় দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি ২-০ গোলে পাহাড়তলী একাদশকে পরাজিত করে। খেলার ২৭ ও ৪১ মিনিটে বিজয়ী দলের পক্ষে সাকিব, সহিদুর রহমান গোল করেন।
একই ভেন্যুতে দিনের দ্বিতীয় খেলায় নির্ধারিত সময় গোল শূন্য থাকায় পরবর্তিতে টাইব্রেকারে এফ সি চট্টগ্রাম ৫-৩ গোলে ফরিদ ফুটবল একাডেমিকে পরাজিত করে।
আজ দুটি খেলা অনুষ্ঠিত হবে। দিনের প্রথম খেলা বেলা ১.৪৫ টায় অনুষ্ঠিত হবে। এতে খেলবে রাঙ্গুনীয়া ফুটবল একাডেমি এবং হাটজাহারী স্পোর্টস ক্লাব। দ্বিতীয় খেলা বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে। এতে খেলবে লালখান বাজার বয়েজ ক্লাব এবং কাজল ফুটবল একাডেমি।