নিজেদের মহাকাশ স্টেশনের কাজ সমাপ্ত করতে তিন নভোচারীকে পাঠিয়েছে চীন। এই নভোচারীরা আগামী ছয় মাস মহাকাশে থাকবেন। গত রোববার চীনের মহাকাশ সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। মহাকাশে যাওয়া নভোচারীরা হলেন- চেন ডং (৪৩), লিউ ইয়াং (৪৩) ও কাই জুজে (৪৬)। তারা আগামী ডিসেম্বরে পৃথিবীতে ফিরে আসবেন। খবর বাংলানিউজের।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মহাকাশচারীরা স্থানীয় সময় সকাল ১০টা ৪৪ মিনিটে শেনঝো-১৪ মহাকাশযানে চড়ে যাত্রা করেন। উত্তর পূর্বাঞ্চলীয় গানঝু প্রদেশের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এটি পাঠানো হয়। এই নভোচারীরা তিয়ানগং স্পেস স্টেশনে থাকবেন। এ সময় তারা তিয়ানহে মডিউলের সঙ্গে আরও দুটি পরীক্ষাগার মডিউল তৈরির কাজ তদারকি করবেন।
তিয়ানগং অর্থ হচ্ছে ‘স্বর্গীয় প্রাসাদ’। এটি চলতি বছরের শেষ নাগাদ চালু হবে বলে আশা করা হচ্ছে।
২০২১ সালের এপ্রিলে তিন মডিউলের মহাকাশ স্টেশন নির্মাণ শুরু করে চীন। ওই সময় প্রথম পাঠানো হয় সবচেয়ে বড় মডিউল তিয়ানহে। একটি মেট্রো বাসের চেয়ে সামান্য বড়। ২০০৩ সালে চীন প্রথম তার নভোচারীকে কক্ষপথে পাঠায়। চীন তখন ছিল সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পর মহাকাশ অভিযানের দৌড়ে তৃতীয় দেশ।