ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিলে কড়া জবাব

| সোমবার , ৬ জুন, ২০২২ at ১১:১১ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করে তবে নতুন নতুন নিশানায় হামলা করা হবে বলে পশ্চিমা বিশ্বকে সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্‌লাদিমির পুতিন। রাশিয়ার তাস বার্তা সংস্থায় স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে রোববার খবর প্রকাশ পেয়েছে। পুতিন বলেন, যদি এ ধরনের ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয় তবে আমরা ওই সব লক্ষ্যবস্তুতে আঘাত হানবো যেখানে এখনও আঘাত করিনি। খবর বিডিনিউজের।

নতুন ওই লক্ষ্যবস্তু কী হতে পারে পুতিন সে বিষয়ে কিছু বলেননি। তবে বলেছেন, যুদ্ধ বাঁধানোর পরিকল্পনা করেই পশ্চিমাদের ইউক্রেনে সমরাস্ত্র সরবরাহ ঘিরে ‘হট্টগোল’ করা হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেন পশ্চিমা বিশ্বের কাছে এম২৭০ এবং এম১৪২ এইচআইএমএআরএস এর মত মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম চাইছে। যা দিয়ে তারা রুশ বাহিনী এবং তাদের অস্ত্রভাণ্ডারে আঘাত হানতে চায়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ সপ্তাহে ইউক্রেনকে এইচআইএমএআরএস রকেট সিস্টেম দেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। তবে তার আগে তিনি ইউক্রেনের কাছ থেকে এই নিশ্চয়তা নিয়েছেন যে, ওই ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভেতরের কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যবহার করা হবে না। যদি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অত্যাধুনিক ওই রকেট সিস্টেম দেয় তবে তাতে যুদ্ধের তীব্রতা আরো বাড়বে বলে সতর্ক করেছেন রুশ কর্মকর্তারা। পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র যুদ্ধক্ষেত্রে মৌলিক কোনও পরিবর্তন আনতে পারবে না।

পূর্ববর্তী নিবন্ধমহাকাশ স্টেশনের কাজ সমাপ্তে ৩ নভোচারীকে পাঠাল চীন
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড ট্র্যাজেডি : আহতদের পাশে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন