বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন বলেছেন, বিনিয়োগকারীদের নিরবচ্ছিন্নভাবে অনলাইনে বিভিন্ন সেবা প্রদানের জন্য বিডা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে আমরা বিডাসহ ১৯টি সেবা প্রদানকারী সংস্থা ৫৮টি সেবা অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে সংযুক্ত করেছি।
গতকাল সকালে নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে আয়োজিত ‘বিডার ওয়ান স্টপ সার্ভিস পোর্টাল হতে প্রদত্ত সেবা ও ইনভেস্টমেন্ট আফটার কেয়ার সম্পর্কিত অংশীজন মতবিনিময় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিডার উদ্যোগে এবং দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহযোগিতায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
মোহসিনা ইয়াসমিন আরো বলেন, শুধু অনলাইনে সেবা প্রদানই নয়, প্রদত্ত সেবাসমূহ গ্রহণের জন্য বিনিয়োগকারীদের আরো আগ্রহী ও সচেতন হতে হবে। সেবা গ্রহণের জন্য বিনিয়োগকারীদের বিভিন্ন দপ্তরে প্রয়োজন নেই, তারা ঘরে বসে অনলাইনে অতি সহজে সেবা গ্রহণ করতে পারবেন। বিডা বিনিয়োগকারীদের সুবিধার্থে যে অনলাইন পোর্টাল চালু করেছে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অবহিত এবং এ কার্যক্রম সফলভাবে চালু রাখার লক্ষ্যে বিনিয়োগকারীদের এ পোর্টাল হতে সেবা গ্রহণের অনুরোধ জানান তিনি।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, চিটাগাং চেম্বারের সদস্যদের জন্য বিভিন্ন সেবা প্রদানের লক্ষ্যে এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হওয়ার জন্য ইতোমধ্যে সংস্থাদ্বয়ের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এবং সিস্টেম ইন্টিগ্রেশনের কাজ চলমান রয়েছে।
বিডার নির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরী বলেন, বিডা তার নিবন্ধিত পোষ্য প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় সহায়তার বিষয়টি সর্বদা অগ্রাধিকার দিয়ে থাকে। এক্ষেত্রে বিডার ইনভেস্টমেন্ট আফটার কেয়ার ইউনিট বিনিয়োগ সহজীকরণ, বিনিয়োগ ও ব্যবসায়ের ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা, অনাকাঙ্খিত প্রভাব বন্ধকরণ এবং বিনিয়োগ ও ব্যবসা প্রসারের লক্ষ্যে তাদের সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা পালন করছে।
কর্মশালার সভাপতি চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী বলেন, বিনিয়োগকারীদের বিভিন্ন সেবা অনলাইনে প্রদানের জন্য চালুকৃত বিডার ওয়ান স্টপ সার্ভিস পোর্টাল এবং তাদের বিনিয়োগ পরবর্তী সহায়তামূলক কার্যক্রমের অংশ হিসেবে গঠিত ইনভেস্টমেন্ট আফটার কেয়ার ইউনিট একটি প্রশংসনীয় উদ্যোগ।