শিল্পী ফাখিহা নিজাতির একক শিল্পকর্ম প্রদর্শনী শুরু

চবি চারুকলা ইনস্টিটিউট

| শুক্রবার , ২৭ মে, ২০২২ at ৫:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের প্রভাষক ফাখিহা নিজাতির ‘অসঙ্গতি’ শিরোনামে সপ্তাহব্যাপি (২৫-৩০ মে) একক শিল্পকর্ম প্রদর্শনী উক্ত ইনস্টিটিউটের শিল্পী রশিদ চৌধুরী আর্ট গ্যালারিতে শুরু হয়েছে। ২৫ মে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

এতে বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি চারুকলা ইনস্টটিউটের পরিচালক প্রফেসর প্রণব মিত্র চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিল্পী ফাখিহা নিজাতি। অনুষ্ঠানে উপাচার্য বলেন, একটি দেশের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির অন্যতম একটি উপাদান হলো শিল্পকর্ম।

শিল্পকর্ম প্রাচীনকাল থেকে মানুষের জীবনযাত্রা ও সমাজের বিভিন্ন সংস্কৃতির সাথে সম্পৃক্ত। এর ভাষা এক ও অভিন্ন। প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওয়ান স্টপ সার্ভিস পোর্টালে ৫৮টি সেবা সংযুক্ত করেছি
পরবর্তী নিবন্ধপ্রাণের আম সংগ্রহ শুরু