চট্টগ্রাম একাডেমির পরিচালনা পরিষদের সভা গত ৯ মে একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। একাডেমির পরিচালক প্রফেসর রীতা দত্তের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন নেছার আহমদ, অরুণ শীল, জিন্নাহ চৌধুরী, দীপক বড়ুয়া, বিপুল বড়ুয়া, জাহাঙ্গীর মিঞা, এসএম আবদুল আজিজ, সৈয়দা রিফাত আকতার নিশু, শারুদ নিজাম, মিলন বনিক, অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী, এস এম মোখলেসুর রহমান, অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু ও প্রতিষ্ঠাতা সংগঠক রাশেদ রউফ। সভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এর মধ্যে রয়েছে ‘চট্টগ্রাম একাডেমি মমতাজ সবুর সাহিত্য পুরস্কার’ ও ‘শিল্পশৈলী প্রবন্ধ পুরস্কার’ প্রদান, লেখালেখি বিষয়ক একটি কর্মশালা ও বিপুল বড়ুয়ার নতুন প্রকাশিত কিশোর গল্পের বইয়ের প্রকাশনা উৎসবের আয়োজন। প্রেস বিজ্ঞপ্তি।