বোয়ালখালীতে আধুনিক মানের মহাশ্মশান নির্মিত হবে : মেয়র জহুর

| মঙ্গলবার , ১০ মে, ২০২২ at ১০:৫৮ পূর্বাহ্ণ

বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডীতে ত্রিলোকেশ মহাশ্মশানের ভিত্তিপ্রস্তর স্থাপন গত ৬ মে অনুষ্ঠিত হয়। মহাশ্মশান বাস্তবায়ন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন গোমদন্ডী যোগাশ্রম ট্রাস্টের অধ্যক্ষ সুসিদ্ধানন্দ সরস্বতী মহারাজ।

প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর। মহান অতিথি ছিলেন স্বামী নির্বানানন্দ সরস্বতী মহারাজ। প্রধান বক্তা ছিলেন মহাশ্মশান বাস্তবায়ন পরিষদের প্রধান উপদেষ্টা ছত্রেশ্বরানন্দ সরস্বতী মহারাজ। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ। সভাপতিত্ব করেন মহাশ্মশান বাস্তবায়ন পরিষদের সভাপতি আনন্দ মোহন দত্ত। সংগঠক সুব্রত দত্তের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. মুকুল তালুকদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা পূজা পরিষদের সভাপতি শ্যামল বিশ্বাস।

উপস্থিত ছিলেন কল্যাণ দত্ত সিন্টু, বিমল তালুকদার, শ্যামল চৌধুরী, আশুতোষ চৌধুরী টিকলু, রঞ্জন পাল, সুব্রত ঘোষ মিঠু, উৎপল ধর, সুমন কর, বিধান দত্ত, বিকাশ সিকদার প্রমুখ। প্রধান অতিথি বলেন, বোয়ালখালীর সনাতন ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে।

বোয়ালখালীতে আধুনিক মানের মহাশ্মশান নির্মিত হবে। ত্রিলোকেশ মহাশ্মশান হবে দৃষ্টিনন্দন একটি মহাশ্মশান। বক্তারা বলেন, ত্রিলোকেশ মহাশ্মশান একটি সুদূরপ্রসারী চিন্তা। মহাশ্মশান আধুনিকায়ন ও অবকাঠামো সুবিধা বৃদ্ধির আওতায় শ্মশান চত্বরে একটি শিব মন্দির নির্মাণ, শেষকৃত্যানুষ্ঠানের জন্য চুলা নির্মাণ, শ্মশান চত্বরের পুকুর সংরক্ষণে রিটেইনিং ওয়াল নির্মাণ ও সৌন্দর্যবর্ধন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার লীলাভূমি : সৈয়দ নজরুল
পরবর্তী নিবন্ধচুয়েটে ‘অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু