কবি গুরু

সরোয়ার রানা | শনিবার , ৭ মে, ২০২২ at ৬:৫৪ পূর্বাহ্ণ

জল পড়ে পাতা নড়ে

সেই থেকে শুরু

কুঁড়ি থেকে মহিরুহ

হয়ে গেল গুরু।

যত জানি তত বেশি

অবিভুত হই

গান আর কবিতার

সারি সারি বই।

দেশপ্রেম মানবতা

কৌতুক কান্না

তুমি ছিলে জাদুকর

হীরা চুনি পান্না।

দুইদেশ যার নামে

উঁচু করে মাথা

যুগে যুগে তুমি ছিলে

বাঙালির ত্রাতা।

কবি গুরু তুমি আছো

হৃদয়ের মাঝে

দিবা নিশি শত সুর

কানে শুধু বাজে।

পূর্ববর্তী নিবন্ধআইপিএল নিয়ে জুয়া ধরা বন্ধ হোক
পরবর্তী নিবন্ধআমরা ও ইউসুফ আলী দাদু