আইপিএল নিয়ে জুয়া ধরা বন্ধ হোক

| শনিবার , ৭ মে, ২০২২ at ৬:৫৩ পূর্বাহ্ণ

বিশ্ব ক্রিকেটের এক উন্মাদনার নাম এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগআইপিএল। বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিতির কারণে আইপিএল এর উত্তেজনা ও জোশ এদেশের ক্রিকেট প্রেমীদের মধ্যেও বিদ্যমান। শহর থেকে শুরু করে গ্রামের অলিগলি সব জায়গায় আইপিএলের উত্তেজনা লক্ষ্য করা যায়। ক্রিকেটের প্রতি অগাধ ভালোবাসার বাইরেও আইপিএলকে ঘিরে আমাদের দেশে অনেক বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। সমর্থকদের বাগবিতণ্ডা, কখনো কখনো সংঘর্ষের ঘটনা যার অন্যতম উদাহরণ। তবে কয়েকবছর যাবত আইপিএল কেন্দ্রীক জুয়াবাজিটা বেশ মাথাচাড়া দিয়ে উঠেছে।

গ্রামে বিশেষত বাজার কিংবা মহল্লার চায়ের দোকানগুলোতে এ ধরনের জুয়ার আসর দেখা যায়। যা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। জুয়ার জয়পরাজয় ও টাকা লেনদেন নিয়েও রয়েছে বিপত্তি। এর পরিস্থিতি কখনো কখনো হাতাহাতি থেকে শুরু করে খুনাখুনির পর্যায়ে চলে যায়। এখানেই শেষ নয়। জুয়ার নেশা একবার চেপে গেলে ঐ জুয়াড়ি ব্যক্তির দ্বারা পরিবারের সর্বস্বান্ত হওয়ার ঘটনাও ঘটছে। রাষ্ট্রের জন্য এই সমস্যাটি বর্তমানে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অতি দ্রুত এটির প্রতিকার হওয়া প্রয়োজন। গ্রাম পুলিশ অথবা স্থানীয় জনপ্রতিনিধিদের জুয়ার আসর বন্ধে এগিয়ে আসতে হবে। সুশীল সমাজকেও দায়িত্ব নিতে হবে দূরারোগ্য এ ব্যাধি দমন করার। প্রশাসনকে বিশেষ নজরদারি রাখার জন্য বিনীত অনুরোধ করছি এ জুয়া খেলার সংক্রমণ কোনোভাবেই যাতে আর বৃদ্ধি না পায়।

দেওয়ান রহমান

শিক্ষার্থী, লোক প্রশাসন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

পূর্ববর্তী নিবন্ধশিশিরকুমার দাশ : কবি ও শিশুসাহিত্যিক
পরবর্তী নিবন্ধকবি গুরু