চন্দনাইশের গাছবাড়িয়া কলঘর এলাকায় হিন্দুপাড়ায় মহোৎসব চলাকালে শাখা সিঁধুর পরে ঘুরাফেরা করার সময় ৪ মুসলিম নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত ২৪ এপ্রিল বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গাছবাড়িয়া কলঘর এলাকায় হিন্দুদের মহোৎসব চলছিলো। গত রবিবার বিকেলের দিকে ৪ জন নারী শাখা সিঁধুর পরে মহোৎসব এলাকায় ঘুরাফেরা করছিলো। এসময় স্থানীয়দের সন্দেহ হলে ৪ নারীকে আটক করে। পরে চন্দনাইশ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত ৪ নারীকে থানায় নিয়ে আসে।
আটককৃত ৪ নারী হলো বি. বাড়িয়া জেলার চাছিরনগর থানার ধরমণ্ডল এলাকার (বর্তমান- চান্দগাঁও থানার বহাদ্দারহাট বাস টার্মিনাল) ইউনুছ মিয়ার স্ত্রী গুল নাহার (৪৫), শিশু মিয়ার স্ত্রী আয়েশা বেগম (৩৫), মো. মোশায়িদের স্ত্রী ডলি আকতার (২৭) এবং আবু কালামের স্ত্রী আছমা বেগম (৪০)। আটককৃত ৪ নারীর বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধি আইনের ১৫১ ধারায় একটি মামলা দায়ের করা হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, গত রবিবার বিকেলে কলঘর এলাকায় মহোৎসব চলাকালে ওই চার মুসলিম নারী শাখা সিধুর পরে হিন্দুদের বেশ ধরে ঘুরাফেরা করার সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। তারা হয়তো হিন্দু নারীর বেশ ধরে মহিলাদের ভিতর ঢুকে কোনো অপরাধ করার চেষ্টা করছিলো। গ্রেপ্তারকৃতদের গতকাল সোমবার আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন।