কুতুবদিয়ায় পুকুরে ডুবে ৩ দিনে ৩ শিশুর মৃত্যু

মহেশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ এপ্রিল, ২০২২ at ৬:০৯ পূর্বাহ্ণ

কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশু মৃত্যুর ঘটনা বেড়েছে। গত ৩ দিনে এই উপজেলায় পুকুরে ডুবে মৃত্যু হয়েছে ৩ শিশুর। গতকালও মারা গেছে এক শিশু।
জানা যায়, সোমবার সকাল ১১ টার দিকে লেমশীখালী হাজারিয়া পাড়ায় আল আমিন (৪) নামের আরো এক শিশু পানিতে ডুবে মারা গেছে। শিশুটি ওই গ্রামের নাছির উদ্দিনের পুত্র।

গত রোববার উত্তর ধুরুং ইউনিয়নের কুইল্যার পাড়ায় ওহী ও এর আগের দিন শনিবার একই ইউনিয়নের চাডি পাড়ায় সাবিহা নামে ২ শিশু পুকুরে ডুবে মারা যায়। পর পর ৩ দিনে ৩ শিশু পানিতে ডুবে মারা যাওয়ায় অভিভাবকদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। আর এসব ঘটনার পুনরাবৃত্তির মূলে রয়েছে সচেতনতার অভাব। এর প্রতিকারে সরকারি-বেসরকারি সুনির্দিষ্ট কোনো উদ্যোগও নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

হাটহাজারীতে শিশুর মৃত্যু : হাটহাজারী প্রতিনিধি জানান, পৌরসভার ৭ নং ওয়ার্ডের দক্ষিণ চন্দ্রপুর গ্রামে পুকুরে ডুবে মোছাম্মদ শরীফা আকতার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। শরীফা স্থানীয় নুরুল ইসলামের কন্যা।

জানা যায়, সকালে শরীফা আক্তার পরিবারের লোকজন অজান্তে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। তাকে অনেক খোঁজাখুঁজি করার পর পুকুরে পানিতে দেখতে পেয়ে উপস্থিত লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধতরুণীদের পছন্দ থ্রি-পিস তরুণদের পাঞ্জাবি
পরবর্তী নিবন্ধশাখা সিঁধুর পরে হিন্দুদের মহোৎসবে ৪ মুসলিম নারী