সন্দ্বীপে স্পিডবোট ডুবিতে উদ্ধার তৎপরতা অব্যাহত

২৪ ঘণ্টায়ও মেলেনি নিখোঁজ শিশুদের সন্ধান

সন্দ্বীপ প্রতিনিধি | বৃহস্পতিবার , ২১ এপ্রিল, ২০২২ at ২:১৬ অপরাহ্ণ

সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের কাছে স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ তিন শিশুর সন্ধান এখনও মেলেনি। বৃহস্পতিবার ( ২১ এপ্রিল) সকাল দশটার দিকে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ইউএনও সম্রাট খীসার নেতৃত্বে নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও পুলিশের টিম উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে এখনো নিখোঁজ ৩ জনকে খুঁজে পাওয়া যায়নি।

কালবৈশাখীর কবলে পড়ে ডুবে যাওয়ার সময় স্পিডবোটটিতে ২০ জন যাত্রী ছিল। এর মধ্যে ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর আনিকা নামের একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

তবে আনিকার দুই জমজ বোন আট বছর বয়সী আদিবা ও আলিফার কোনো খোঁজ এখনও মেলেনি। এছাড়া মনির হোসেন (১০) নামের আরও এক শিশুরও খোঁজ পাওয়া যায়নি।

বুধবার (২০ এপ্রিল) সীতাকুণ্ড থেকে ছেড়ে আস একটি স্পিডবোট কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে। সকাল সাড়ে ৯টার দিকে ঝড়ের কবলে পড়ে স্পিডবোটটি উল্টে যায় বলে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধমারিউপোলের সেনাদের আত্মসমর্পণে রাশিয়ার নতুন সময়সীমা
পরবর্তী নিবন্ধআগ্রাবাদে মশার কয়েল কারখানায় আগুন