আগ্রাবাদে মশার কয়েল কারখানায় আগুন

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২১ এপ্রিল, ২০২২ at ২:২৪ অপরাহ্ণ

আগ্রাবাদে একটি মশার কয়েল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪টি গাড়ি এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল নয়টার দিকে ডবলমুরিং থানাধীন পানওয়ালা পাড়ায় একটি মশার কয়েলের কারাখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, সকালে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। একটি সেমিপাকা ঘরে মশার কয়েল বানানো হচ্ছিল। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপে স্পিডবোট ডুবিতে উদ্ধার তৎপরতা অব্যাহত
পরবর্তী নিবন্ধটেকনাফে বিদেশী বিয়ারসহ গ্রেপ্তার ১