সেই জেলের বড়শিতে এবার ২৬৫ কেজির শাপলাপাতা মাছ

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ১৫ মার্চ, ২০২২ at ১০:৪০ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরের উপকূলে ১ সপ্তাহের মধ্যে আবারো একই জেলের বড়শিতে ধরা পড়েছে ২৬৫ কেজি ওজনের বিশাল আকারের শাপলা পাতা মাছ। গতকাল সোমবার ভোরে কুতুবদিয়া এলাকায় সাগর উপকূলে বড়শিতে বিশালাকারের মাছটি ধরা পড়ে। স্থানীয়রা জানান, সোমবার ভোরে বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূলে আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের পারকী এলাকার বাসিন্দা দুই সহোদর দিল মোহাম্মদ ও রফিক ২৬৫ কেজি ওজনের মাছটি ধরার পর দুপুরে পারকি বাজার এলাকায় নিয়ে আসলে স্থানীয়রা মাছটি দেখতে ভীড় করেন। পরে মাছটি ৬৫ হাজার টাকায় বিক্রি করা হয়। আনোয়ারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক বলেন, শাপলা পাতা একটি সামুদ্রিক মাছ। জীববৈচিত্র সংরক্ষণ আইনে এ প্রজাতির মাছ না ধরার জন্য আইনে নিষেধ রয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহে বঙ্গোপসাগরের কুতুবদিয়া এলাকা থেকে দিল মোহাম্মদ ও রফিক ১৬৫ কেজি ওজনের একটি শাপলাপাতা মাছ ধরে আনোয়ারা এনে ৪৫ হাজার টাকায় বিক্রি করেন।

পূর্ববর্তী নিবন্ধঅশালীন ছবি ও ভিডিও ধারণ করে স্কুলবান্ধবীকে ব্ল্যাকমেইল
পরবর্তী নিবন্ধমহসিন কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন