ইউসিবি আয়মার আনুষ্ঠানিক যাত্রা শুরু

| বুধবার , ৯ মার্চ, ২০২২ at ৭:৪০ পূর্বাহ্ণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) বিশেষ নারী ব্যাংকিং সেবা, ইউসিবি আয়মা’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার ইউসিবি আয়মার আনুষ্ঠনিক উদ্বোধন করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী। এ সময় উপস্থিত ছিলেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেক, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম ভূইয়া এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান এফসিএসসহ বিভিন্ন ঊর্ধ্বতন
কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ইউসিবি আয়মা নারী গ্রাহকবৃন্দের জন্য সর্বাধুনিক, নিরাপদ ও পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং সেবা প্রদানে সমর্থ হবে। বহুমুখী পণ্য ও সেবার সমন্বয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকিং লিমিটেড দেশের শীর্ষস্থানীয় বেসরকারী বাণিজ্যিক ব্যাংক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৮ নারী কর্মকর্তা-কর্মচারীকে ভ্যাট কমিশনারেটের সম্মাননা
পরবর্তী নিবন্ধনারী পুরুষের সমতা গড়তে পারে টেকসই আগামী