বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে সকল নারীর প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে মানবিক প্রতিষ্ঠান অনেস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদটি ভবিষ্যতের নারী নেতৃত্বের হাতে একদিনের জন্য ছেড়ে দেওয়া হবে। এ দায়িত্ব পালন করবেন সৈয়দা মায়মুনা রহমান (১৩) নামে নবম শ্রেণির একজন ছাত্রী। আজ পুরোদিন তিনি অনেস্টের সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন। নিজের মত সিদ্ধান্ত নিবেন। একদিন দায়িত্ব পালন শেষে আগামীকাল তিনি বর্তমান সিইও অপু মনিরুলকে দায়িত্ব বুঝিয়ে দিবেন।
উল্লেখ্য, অনেস্ট অনেক শিক্ষার্থীদের নিয়ে কাজ করে। এর মধ্যে মেয়েদের সংখ্যাই বেশি। এছাড়া সব গুরুত্বপূর্ণ জায়গায় মেয়েরা সম্মানের সাথে কাজ করছেন। অনেস্ট ক্যাফের টিম লিডার ও চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার পদেও রয়েছেন নারী। বর্তমানে সারা দেশের প্রায় দেড় লাখ মানুষ এ মানবিক প্রতিষ্ঠানের সেবা পাচ্ছেন। প্রেস বিজ্ঞপ্তি।