চট্টগ্রামে কাল টিকা পাবে ৪ লাখ মানুষ

বিশেষ টিকা ক্যাম্পেইন ।। মজুদ আছে ১০ লাখেরও বেশি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:০২ পূর্বাহ্ণ

‘বিশেষ টিকা ক্যাম্পেইন’ এর আওতায় আগামীকাল চট্টগ্রামে ৪ লাখেরও বেশি প্রথম ডোজ টিকা দেয়া হবে। মহানগরীর ৪১ ওয়ার্ডে এবং জেলার উপজেলাগুলোতে এ টিকাদান কার্যক্রমের উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমানে চট্টগ্রামে ১০ লাখেরও বেশি টিকা মজুদ রয়েছে বলে জানা গেছে। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় প্রতিটি ওয়ার্ডে ৫ থেকে ৬টি কেন্দ্রে প্রথম ডোজ টিকা দেয়া হবে। প্রতি ওয়ার্ডে সাড়ে ৪ হাজার টিকাদানের টার্গেট রয়েছে। চট্টগ্রামসহ সারাদেশে কাল ‘একদিনে এক কোটি’ করোনা টিকা ক্যাম্পেইনের মধ্য দিয়ে প্রথম ডোজ টিকাদান সম্পন্ন হবে। এরপরে দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ প্রদানের কার্যক্রম আরও জোরদার করা হবে। এই ব্যাপারে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মো. ইলিয়াস চৌধুরী আজাদীকে বলেন, ২৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগরী এবং জেলায় মিলে আমরা ৪ লাখের বেশি প্রথম ডোজ টিকা দেব। এই মুহূর্তে আমার কার্যালয়ে ৫ লাখ ভ্যাকসিন আছে। উপজেলাসহ আমার কাছে এখন ১০ লাখেরও বেশি ভ্যাকসিন রয়েছে।
তিনি আরও বলেন, এদিন সিটি এলাকায় ১ লাখ ৮০ হাজার টিকাদানের টার্গেট থাকলেও এরচেয়ে বেশি টিকা দেয়া হবে। একইভাবে জেলার প্রতিটি উপজেলায় মিলে ১ লাখ ৮০ হাজার প্রথম ডোজ টিকা দেয়ার টার্গেট রয়েছে। তবে আমরা এরচেয়েও বেশি টিকা দেব।
সবমিলে ৪ লাখের বেশি হবে। এছাড়াও আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, স্টেডিয়াম এবং অফিসার্স ক্লাবসহ তিনটি কেন্দ্রে ১২ থেকে ১৭ বছরের যারা স্কুল-কলেজে পড়ে না এসব জনগোষ্ঠীকে টিকা দেব। উল্লেখ্য, করোনা সংক্রমণ প্রতিরোধে দেশে চলমান টিকা কর্মসূচিতে প্রথম ডোজ টিকা প্রয়োগ কার্যক্রম আগামীকাল শেষ হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এরপর দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ প্রয়োগ কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানায় প্রতিষ্ঠানটি।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রপতির কাছে ১০ নাম জমা, শিগগিরই নতুন সিইসি ঘোষণা
পরবর্তী নিবন্ধচকরিয়ায় নিজ ঘরে নারীর ঝুলন্ত লাশ