বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে সামাজিক সংগঠন স্মাইল বাংলাদেশের উদ্যােগে আলোর ঠিকানা স্কুলের শিশুদের নিয়ে নগরীর কাজীর দেউড়ী শিশু পার্কে দিনব্যাপি নানা আয়োজন করা হয়।
শুরুতে পার্কে শিশুদের বিভিন্ন রাইড শেয়ারিং খেলাধুলায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। পরে দ্যা গ্যালারি রেস্টুরেন্টে শিশুদের খাবার আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের শেষ হয়।
এ সময় উপস্থিতি ছিলেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের ফাউন্ডার এন্ড সিইও বিদ্যুৎ বড়ুয়া, শেঠ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সোলেমান শেঠ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মশিউজ্জামান সিদ্দিকী পাভেল, কাজির দেউড়ী শিশু পার্কের জিএম নাছির উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম জেলার সদস্য সচিব কামরুল পাবেল, স্মাইল বাংলাদেশর সভাপতি সাইফুল ইসলাম ইমরান, সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ চৌধুরীসহ বিভিন্ন্ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, সমাজের প্রতিটি শিশুরই আদর, স্নেহ-ভালোবাসা পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু প্রতিটি শিশু সমানভাবে সেই স্নেহ-ভালোবাসা পায় না।
সুবিধাবঞ্চিত শিশুরা আমাদের সমাজেরই একটা অংশ। তাই এসব শিশুদের পাশে দাঁড়ানো সমাজের প্রতিটি মানুষেরই কর্তব্য।
স্মাইল বাংলাদেশ সামাজিক দায়বদ্ধতা থেকে নিয়মিত এসব কাজ করছে। সমাজের প্রতিটি মানুষ যদি তাদের পাশে দাঁড়ায় তাহলে সুবিধাবঞ্চিত শিশুরা আর অবহেলিত থাকবে না। তারাও এক সময় স্বাবলম্বী হয়ে দেশের গুরুত্বপূর্ণ মানবসম্পদে পরিণত হবে।