জেলেদের হামলায় আহত চট্টগ্রাম অঞ্চলের নৌ পুলিশ সদস্য অনিক বড়ুয়ার চিকিৎসার জন্য মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলি দশ হাজার টাকা অনুদান দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার ফারহানা লাভলি চট্টগ্রাম অঞ্চলের নৌ পুলিশ সুপার মো. মুমিনুল ইসলাম ভূঁইয়ার নিকট অনুদানের টাকা হস্তান্তর করেন।
নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা, সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, মৎস্য জরিপ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, সদরঘাট নৌ পুলিশের ওসি মিজানুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মৎস্য অধিদপ্তর ঘোষিত অবৈধ জাল অপসারণে বিগত ৩১ জানুয়ারি বাড়বকুণ্ড সন্দ্বীপ চ্যানেলে দায়িত্বরত অবস্থায় চট্টগ্রাম অঞ্চলের নৌ পুলিশ সদস্য অনিক বড়ুয়া দায়িত্ব পালনরত অবস্থায় জেলেদের হামলায় আহত হন। প্রেস বিজ্ঞপ্তি।