ধূমপান একটি নীরব ঘাতক। ঘুনপোকা যেমন কাঠকে ধীরে ধীরে ধ্বংস করে ফেলে, ঠিক তেমনি ধূমপান আমাদের শরীরকে ধীরে ধীরে ধ্বংস করে ফেলে। ধূমপানের ক্ষতি কেবল ব্যাক্তির মাঝেই সীমাবদ্ধ থাকে না, সমাজ ও পরিবারে তথা সামগ্রিক ভাবে এর প্রভাব বিচরণ করে। বর্তমান সময়ে গণপরিবহনে ধূমপান করার ফলে ধূমপায়ীর আশেপাশের যাত্রীরাও পরোক্ষ ভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। ফলে ধূমপায়ী ব্যাক্তির পাশাপাশি সাধারণ যাত্রীগণও ক্যান্সার, হার্টঅ্যাটাক, উচ্চরক্তচাপ, রক্তনালির রোগ, হৃদপিণ্ড, লিভার ও ফুসফুসের বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। তাই জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে গণ–পরিবহনে ধূমপান বন্ধে সচেতনতা বৃদ্ধি করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
রুহুল আমিন
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া