চট্টগ্রাম উইমেন চেম্বার আয়োজিত ২য় বাংলাদেশ সিএমএসএমই বাণিজ্য মেলায় অর্থায়ন সুবিধা ও বিপণন প্ল্যাটফর্ম প্রদানের মাধ্যমে চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে সহায়ক ভূমিকা পালন করছে ব্র্যাক ব্যাংক। পাহাড়তলীর আমবাগান রোডের শহীদ শাহজাহান মাঠে চলমান দ্বিতীয় ‘বাংলাদেশ সিএমএসএমই বাণিজ্য মেলা ২০২২’ এর অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ব্র্যাক ব্যাংক। মেলায় অংশ নিয়ে গ্রাহকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে ব্যাংকিং সেবা এবং সহজ ঋণ সুবিধার তথ্য প্রদান করছেন ব্যাংকের কর্মকর্তারা।
চট্টগ্রাম উইমেন চেম্বার মাসব্যাপী এ মেলার আয়োজন করেছে। গত ৭ জানুয়ারি মেলার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। দুইশ এর বেশি উদ্যোক্তা যার বেশির ভাগই নারী তারা তৈরি পোশাক, হস্তশিল্প, বাসা-বাড়ি সজ্জা, চামড়া ও জুতা, বাসনকোসন, প্লাস্টিক, ইলেক্ট্রিকসহ নানা পণ্য প্রদর্শন করছেন মেলায়। মেলার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, এসএমই খাতের প্রচার ও প্রসারে এবং নারী উদ্যোক্তাদের কর্মদক্ষতা বৃদ্ধিতে ব্র্যাক ব্যাংক দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম উইমেন চেম্বারের সঙ্গে কাজ করে আসছে। এই মেলায় ব্যাংকার-গ্রাহকদের সরাসরি মতবিনিময় হওয়ায় অর্থায়নসহ নানা ব্যাংকিং তথ্য প্রাপ্তির মাধ্যমে গ্রাহকরা বিশেষ করে নারী গ্রাহকরা উপকৃত হচ্ছেন। প্রেস বিজ্ঞপ্তি।