বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যার্বতন দিবস উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত বিভিন্ন আলোচনা সভায় বক্তারা বলেছেন, বঙ্গবন্ধুর দেশে প্রত্যাবর্তনের মধ্যদিয়ে মহান মুক্তিযুদ্ধের বিজয় ও স্বাধীনতা পূর্ণতা লাভ করে এবং মুক্তিকামী বাঙালি স্বস্তি ফিরে পায়। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ছিল একটি রাষ্ট্র কাঠামো গঠনের নির্দেশনা এবং তাঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ভাষণ ছিল যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ার প্রস্তাবনা।
এ উপলক্ষে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা গতকাল সোমবার নগরীর টিআইসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, স্বাধীনতার পরাজিত শক্তি তখন সমূলে নির্মূল না হওয়ায় তারা একত্রিত দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারই ফলে ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর একুশ বছর বাঙালি জাতি পাকিস্তানিদের কাছে জিম্মি হয়েছিল। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জাতিকে জিম্মি দশা থেকে মুক্ত করে মুক্তির সুবাতাস বয়ে দিয়েছেন। সভায় বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন, নঈম উদ্দীন চৌধুরী, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, মহব্বত আলী খান, কাজী আলতাফ হোসেন, নূর মোহাম্মদ নুরু। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জহুর আহমদ। সভা মঞ্চে উপস্থিত ছিলেন শফর আলী, আবদুচ ছালাম, নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুুরী হাসান মাহমুদ হাসনী, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুন চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধরী, আহমেদুর রহমান চৌধুরী, হাজী মোহাম্মদ হোসেন প্রমুখ। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে সকালে দারুল ফজল মার্কেস্থ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।
উত্তর জেলা আওয়ামী লীগ : উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, বঙ্গবন্ধুর সুযোগ্য নেতৃত্বে বাঙালির দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল বাংলার স্বাধীনতা, বিশ্ব জনমতের চাপে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানি সরকার মুক্তি দিতে বাধ্য হয়েছিল, তিনি যদি বাংলার মাটিতে ফিরে আসতে না পারতেন তাহলে স্বাধীনতা পূর্ণতা পেত না। উত্তর জেলা আওয়ামী লীগের স্বদেশ প্রর্ত্যাবতন দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান আলোচক ছিলেন, সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান। দেবাশীষ পালিতের সঞ্চালনায় দোস্ত বিল্ডিং কার্যালয়ে গতকাল সোমবার আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, মো. আবুল কালাম আজাদ, জসিম উদ্দিন শাহ, নজরুল ইসলাম তালুকদার, আলাউদ্দিন সাবেরী, প্রদীপ চক্রবর্তী, আবু তালেব, দিদারুল আলম বাবুল, শওকত আলম, গোলাম রব্বানী, মনজুর মোর্শেদ ফিরোজ, এস এম রাশেদুল আলম, অ্যাড. বাসন্তী প্রভা পালিত, রাশেদ খান মেনন, তানভীর হোসেন তপু, রেজাউল করিম প্রমুখ।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ: দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বদেশে প্রত্যাবর্তনের মধ্যদিয়ে বাঙালি জাতি বিজয়ের পূর্ণ স্বাদ গ্রহণ করে। দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সমৃদ্ধ দেশ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তব্য দেন, মোতাহেরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ ইদ্রিস, প্রদীপ কুমার দাশ, বোরহান উদ্দিন এমরান, খোরশেদ আলম, নুরুল আবছার চৌধুরী, ডা. তিমির বরণ চৌধুরী, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, কল্পনা লালা, জান্নাত আরা মঞ্জু, এস এম বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আবু তাহের প্রমুখ।
মহানগর ছাত্রলীগ: চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাতিত্ব কেেরন সভাপতি ইমরান আহাম্মেদ ইমু। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শওকতুজামান শওকত, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা প্রদীপ চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন নবী আলম। বক্তব্য দেন, তালেব আলী, ইয়াছিন আরাফাত কচি, আ ফ ম সাইফুদ্দিন, রুমেল বড়ুয়া রাহুল, নোমান চৌধুরী, শাহীন মোল্লা প্রমুখ।