এবং যেন ভয় করে ওইসব লোক, যদি তারা নিজেদের পরে অক্ষম সন্তানদের ছেড়ে যেতো, তবে তারা তাদের সম্পর্কে কেমন উদ্বিগ্ন হতো! সুতরাং তারা যেন আল্লাহকে ভয় করে এবং সরল কথা বলবে।
– আল-কোরানের বঙ্গানুবাদ (৪:০৯) সূরা নিসা।
তিন ব্যক্তির ফরজ বা নফল কোন নামাজই কবুল হয় না- (১) পিত-মাতার অবাধ্য সন্তান, (২) দানের বড়াইকারী, (৩) তকদীরের প্রতি অবিশ্বাসকারীদের।
– আল-হাদিস (হাকেম)।
প্রতিবাদ যে করতে জানে না, প্রতিকার তার আশা করা উচিত নয়।
– জন এডামস।