লোহাগাড়ায় অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ, সরঞ্জাম ধ্বংস

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩০ ডিসেম্বর, ২০২১ at ৫:৪১ অপরাহ্ণ

লোহাগাড়ার পুটিবিলায় সরাইয়া খাল থেকে উত্তোলিত ৫৫ হাজার ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ধ্বংস করা হয়েছে বালু উত্তোলনের সরঞ্জাম।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

তিনি জানান, নবনির্বাচিত ইউপি সদস্য মোহাম্মদ ইকবালের নেতৃত্বে সরইয়া খালে শ্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ফসলি জমি খালের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে এমন অভিযোগ এনে স্থানীয় কৃষক মুহাম্মদ হাসান ও আবুল কাসেম লিখিত আবেদন করেন। তারই প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ ও সরঞ্জাম ধ্বংস করা হয়। জব্দকৃত বালু নিলামে বিক্রি করা হবে বলে জানান তিনি।

এছাড়া, নবনির্বাচিত ইউপি সদস্যের ব্যাপারে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন পাঠানো হবে। এলাকাবাসীর অভিযোগ প্রমাণিত হলে তার সদস্যপদ বাতিল হতে পারে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

পূর্ববর্তী নিবন্ধজিপিএ ৫ এ শীর্ষে খাস্তগীর উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় কলেজিয়েট
পরবর্তী নিবন্ধঅস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় বেকারিকে জরিমানা