অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় বেকারিকে জরিমানা

হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালত

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩০ ডিসেম্বর, ২০২১ at ৬:১২ অপরাহ্ণ

হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে নিউ বি বাড়িয়া নামে একটি বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) পৌরসভার আবসিয়াপুল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান জানান, অস্বাস্থ্যকর পরিবেশে ও ক্ষতিকারক উপাদান দিয়ে খাদ্যদ্রব্য উৎপাদন করার দায়ে নিউ বি বাড়িয়া নামে একটি বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বেকারির মালিক আবুল বশরকে এক মাস সময় দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করে খাদ্যদ্রব্য উৎপাদন করার নির্দেশ প্রদান করা হয়।

তিনি গণমাধ্যমকে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ জাহেরুল হক ও থানা পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ, সরঞ্জাম ধ্বংস
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে হত্যা মামলার আসামি ফেনীতে গ্রেফতার