জিপিএ ৫ এ শীর্ষে খাস্তগীর উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় কলেজিয়েট

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ৩০ ডিসেম্বর, ২০২১ at ৩:০৫ অপরাহ্ণ

শিক্ষা বোর্ডে জিপিএ ৫ পেয়ে শীর্ষে রয়েছে ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়। এ স্কুলে শতভাগ পাসের পাশাপাশি ৪৫৯ জন জিপিএ ৫ পেয়েছে। সেরা স্কুলের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কলেজিয়েট স্কুল। জিপিএ ৫ পেয়েছে ৪৪৬ জন শিক্ষার্থী। তৃতীয় স্থানে রয়েছে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়। জিপিএ ৫ পেয়েছে ৩৯১ জন শিক্ষার্থী। চতুর্থ স্থানে রয়েছেন চট্টগ্রাম সরকারি মুসলিম হাইস্কুল। জিপিএ ৫ পেয়েছে ৩৬৩ জন শিক্ষার্থী।

পঞ্চম স্থানে আছে বাংলাদেশ মহিলা সমিতি গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ। এই স্কুলের ৪৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করে। এদের মধ্যে ৩২১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

ষষ্ঠ স্থানে রয়েছে নৌ-বাহিনী হাইস্কুল। স্কুলের ৪৮৫ জন শিক্ষার্থীর মধ্যে চারজন ছাড়া সবাই পাস ও ২৮৬ জন জিপিএ ৫ পেয়েছে। সপ্তম হয়েছে চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ স্কুলে জিপিএ ৫ পেয়েছে ২৫৮ জন। অষ্টম স্থানে রয়েছে চট্টগ্রাম সরকারি হাইস্কুল। এ স্কুলে জিপিএ ৫ পেয়েছে ২৪৮ জন শিক্ষার্থী। এছাড়াও নবম স্থানে চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং দশম স্থানে রয়েছে অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধকরোনার সুনামি আসছে, সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ, সরঞ্জাম ধ্বংস